ইতিহাসে কুখ্যাত ৫ সিরিয়াল কিলারের গল্প

পৃথিবীতে যতগুলো অদ্ভুত আর নির্মম পেশা রয়েছে তার ভেতর সিরিয়াল কিলিং-কে এক নাম্বার হিসেবে ধরা হয়!আজ পর্যন্ত কোন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে আরেকজন নিরপরাধ মানুষকে খুন করা সম্ভব নয়।কারণ এই পেশার মানুষগুলোকে সত্যিকার অর্থেই নির্মম আর অমানবিক হতে হয়। সুস্থ মস্তিষ্কে কোন কিলার যদি ভাবতে পারত সে কি করছে, তাহলে পাগল হয়ে যেত।সেজন্য আগে থেকেই তারা সাইকো হয়ে যায়।এটার পেছনে কিছু গল্প থাকে।পারিবারিক, সামাজিক কিংবা রাষ্ট্রীয় কারণে যে কেউ এই পেশায় নামতে পারে।

আজকে আমরা এমন ৫ জন সিরিয়াল কিলারের গল্প শুনব যারা তাদের কাজের জন্য সবার কাছেই কুখ্যাত!

৫.টেড বান্ডি

তাকে বলা হয় আমেরিকার সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার। ইতিহাসে স্বরণীয় এই সিরিয়াল কিলারের জন্ম ১৯৪৬ সালে। ১৯৭৪ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য নিরপরাধ তরুণীকে খুন করে সে। টেড দেখতে অত্যন্ত সুদর্শন ছিল। তার ভিকটিম তরুণীদের সাথে তার পরিচয় হতো পাবলিক প্লেসগুলোতে। যে তরুণীকে সে টার্গেট করত, তার সামনে গিয়ে অসুস্থ হওয়ার ভান করত কিংবা একজন পুলিশম্যানের অভিনয় সাজাতো সে।তার গাড়িতে সবসময় শাবল থাকত। যার মাধ্যমে ভিকটিমকে মারা হত। মেরে ফেলার আগে ভিকটিমকে টেড ধর্ষণ করত। মেরে ফেলার পর তরুণীর সাথে আবার যৌন সম্পর্ক স্থাপন করত সে! পুলিশের হাতে ধরা পড়ার আগ পর্যন্ত ৩০ জনের বেশি তরণীকে খুন করে টেড। পরবর্তীতে তাকে ইলেক্ট্রিক্যাল চেয়ারে শক দিয়ে মারা হয়।

৪. জেফরি ডাহমার

আমেরিকার সিরিয়াল কিলিঙের ইতিহাসে জেফরি ডাহমারও ভয়ঙ্কর একটি নাম! তার সিরিয়াল কিলিং জীবনে অসংখ্য মানুষ খুনের স্বীকার হয়। যাদেরকে সে নিজের বাসায় নিয়ে যেত এবং নির্মমভাবে হত্যা করত। প্রায় সব ভিকটিমকেই মারার পর তাদের অঙ্গহানি করা হতো। তাদের মাথার খুলি সে সাজিয়ে রাখত! কখনোবা মৃত ভিকটিমের মাংস খেত সে! পুলিশের হাতে ধরা পড়ে সে একজন ভিকটিম পালিয়ে যেতে পারায়। তারপর জেফরি-কে ৯০০ বছরের কারাদন্ড দেয়া হয়! কিন্তু জেলের ভেতর সে আত্নহত্যা করে।

বাংলাহাবে সিরিয়াল কিলার নিয়ে আরেও পড়ুন
নরকে স্বাগতম!- ১০ সিরিয়াল কিলার ও তাদের নৃশংসতা
এলিজাবেথ বাথোরিঃ কুমারী মেয়েদের তাজা রক্তে যিনি করতেন স্নান!

৩. এলেকজান্ডার সলোনিক

রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেয়ার আগে থেকেই খুনোখুনিতে হাত পাকায় সে। দুই হাতে পিস্তল পরিচালনা এবং মল্লযুদ্ধে বিশেষ পারদর্শিতার জন্য তাকে রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ দেয়া হয়। সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর আবার সে তার পুরনো পেশায় ফিরে যায়। দুই হাতে অস্ত্র পরিচালনার দক্ষতার উপর ভিত্তি করে হলিউডে তৈরি হয় “হিটম্যান এজেন্ট-৪৭” সিনেমা সিরিজটি। রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করার সুবাধে “এজেন্ট-৪৭”, “সুপারকিলার”- নামগুলো নিজের করে নেয় সে।

২. রিচার্ড কুকলিন্সকি

আমেরিকানদের কাছে “আইসম্যান” হিসেবে পরিচিত এই কুখ্যাত খুনী ২৫০ এরও বেশি মানুষকে হত্যা করে। ভিকটিমবে বরফে জমিয়ে মেরে ফেলত সে! তার এই অভিনব পদ্ধতি যাতে পুলিশের হাতে না যায় সেজন্য, মৃত দেহের আশপাশে বিভিন্ন ধরণের খুনের যন্ত্রপাতি রেখে যেত সে। এতে পুলিশও দ্বিধায় ভুগত! পুলিশের হাতে ধরা পড়ার পর তার নামে ৫ টি খুনের অভিযোগ আনা হয়! কারণ তার বেশিরভাগ খুনেরই কোন প্রমাণ থাকত না! নিজের ভিকটিমদের মারতে গিয়ে খুব কমই নিরাশ হতে হয়েছে তাকে!

১. আন্দ্রেই চিকাটিলো

ইউক্রেইনে জন্ম নেয়া এই সিরিয়াল কিলার সম্ভবত পৃথিবীর বুকে বিচরণ করা সবচেয়ে কুখ্যাত খুনি।” বুচার অব রুস্তভ”, এবং “রেড রিপার” শিরোনামগুলো কেবল তার নামের পাশেই মানায়! ১৯৭৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রায় ৫৩ জন নারী এবং শিশুকে নির্মমভাবে খুন করে কসাইখ্যাত এই খুনী! তার খুনের পদ্ধতিও ছিল অতি নির্মম! খুন করার সময় নারীদের ধর্ষণ করত সে! ধর্ষণ করা অবস্থাতেই ভিকটিমদের আস্তে-আস্তে মৃত্যুর মুখে ঠেলে দিত চিকাটিলো! নারীরা যখন প্রাণ ভিক্ষা করত, সেই দৃশ্যটা তাকে আরও উত্তেজিত করে তুলত। তার ভাষায় ওই নারীরাই নিজেদের মৃত্যু ডেকে আনত! ১৯৯২ সালে সোভিয়েত সরকার তার মৃত্যুদন্ড কার্যকর করে।

পৃথিবীতে বিচরণ করা কিলারদের সংখ্যা নেহায়েৎ কম নয়। তাদের হাতে মারা যাওয়া মানুষের সংখ্যাও অগণিত। এইসব কিলাররা কেবল ইউরোপ কিংবা আমেরিকাতেই বিচরণ করে না, আমাদের আশপাশের বহু দেশেই জানা না জানা বহু খুনী রয়েছে যারা খুনের নেশায় ডুবে থাকে। বাংলাদেশেও বহু সিরিয়াল কিলার রয়েছে যারা আমাদের কাছে কুখ্যাত হিসেবে পরিচিতি পেয়েছে।তাদের গল্প আমরা অন্যদিন শুনব।

তথ্যসূত্র-
১. https://listaka.com/top-10-most-brutal-serial-killers-ever/
২.http://www.telegraph.co.uk/news/picturegalleries/worldnews/11290126/The-worlds-worst-serial-killers-in-pictures.html
৩.http://backgroundchecks.org/10-most-heinous-serial-killers-of-all-time.html