নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

ইশতে আশিক

সব সময় সামুতে বসা হয়না। তাই মাঝে মাঝে একটি দুইটি পোষ্ট দিয়ে লাপাত্তা হয়ে যাই, তাই অনেক পোষ্টের জবাব দিতে পারিনা।

ইশতে আশিক › বিস্তারিত পোস্টঃ

ডিটেইলস অফ সিরিয়াল কিলার। পার্টঃ১(১৮+, দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:১৫

সিরিয়াল কিলারঃ এক বিশেষ ধরনের মার্ডারার যারা কিনা নির্দিষ্ট সময় পর পর তিন বা তার অধিক সংক্ষক খুন করেছে এবং এদের ভিক্টিমের সাথে অর্থাত যাদের খুন করা হয়েছে তাদের সাথে সরাসরি কোন সম্পর্ক নেই এবং খুনের সাথে আর্থিক বা অন্যন্য কোন সার্থ নেই শুধু মানষিক শান্তি নিহিত তাদের বলা হয় সিরিয়াল কিলার।

কারা সাধারনত সিরিয়াল কিলার হয়ঃ অধিকাং ক্ষেত্রেই সিরিয়াল কিলাররা মানষিক রুগী হয়ে থাকে। তাদের শিশু কালে নানা যৌন নিপিরনে স্বীকার হয়ে থাকে তাদের বড়দের দাড়া। অনেকে আবার কোন একটি বিশেষ ঘটনা দেখে অনুপ্রানিত হয়ে এধরনের কাজ করে থাকতে পারে।

কারা সিরিয়াল কিলারদের ভিকটিম হয়ঃ সিরিয়াল কিলারদের ভিকটিমরা অনেকটা র‍্যান্ডম হয়ে থাকে। এরা সচরাচর সিমিলারিটি দেখে হত্যা করে থাকে।যেমন কলম্বিয়ার ভয়াবহ সির‍্যাল কিলার লুইস আলফ্রেডো গারাভিটোর ভিকটিমরা সবাই ছিল পথশিশু এবং অধিকাংশই ছেলে। আমেরিকার কিলার গ্রে রিগওয়ের শিকার ছিল র‍্যান্ডম নারীরা আবার চীনার সির‍্যাল কিলার ইয়াং সিনাই রাতের বেলায় ভিক্টিমদের বাসায় ঢুকে সকল পরিবার সহ হত্যাকরত।।

কি কারনে এরা সিরিয়াল কিলার হয়ঃ সিরিয়াল কিলাররা অধিকাংশ সময় সোসাললি বিচ্ছিন্ন থাকে। সাধারনত এরা সমাজকে ঘৃনা করে অথবা সমাজের নির্দিষ্ট একটি গোষ্ঠিকে ঘৃনা করে। যেমন আমেরিকার সিরিয়াল কিলার প্যাট্রিক কার্নি(২১+) শুধু মাত্র গে দের হত্যা করত কেননা সে এদের প্রচন্ড ঘৃনা করত। গারাভিটো হাসি মুখের শিশুদের ঘৃনা করত কেননা তার শৈশবে সে শিশু নির্যাতনের স্বীকার হয়েছিল এবং খুব খারাপ সময় কেটেছিল। তাই অনেকটা জেলাস ফিল করেই সে ২০০ থেকে ৪০০ শিশু কে হত্যা করেছিল। সিরিয়াল কিলারদের কটি বড় অংশথাকে সেক্সুয়া প্রেডেটর অথবা ফেডাফিল(যারা শিশুদের প্রতি আকৃষ্ট)। তাই এটা অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বিনোদন মুলোক কার্যকালাপ ও বলা যায়। অনেকক্ষেত্রে ধর্মান্ধতাও সিরিয়ল কিলার হয়ে উঠার কারন হতে পারে। অনেক নাজি রয়ে ছে যারা সিরিয়াল কিলার হিসেবে আত্বপ্রকাশ করেছে।

কেউ কেউ কুসংস্কারের প্রতি বিশ্বাসের কারনে সিরিয়াল কিলারে পরিনত হয় যেমন মধ্য যুগের স্লোভোকিয়ার রাজ পরিবারের মেয়ে এলিজাবেথ ব্যাথরি কুমারী নারীকে হত্যাকরে তার রক্ত দিয়ে স্নান করত। তার ধারনা ছিল এতে করে তার সোন্দর্য এবং বয়স দুটিই ধরে রাখা সম্ভব। কখনো জীবনের খুব সংকট ময় ঘটনা মানুষকে সিরিয়াল কিলারে পরিনত করে। সেক্ষেত্রে সবচেয় বর উদাহরন হবে আমাদের দেশের রাসু খা। তরুন বয়সে প্রেমে বিচ্ছেদের কারনে সে র‍্যন্ডম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের হত্যা করত। তবে এদের সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে এরা যতই খুন করুকনা কেন এদের কখনোই কোন আফসোস থাকেনা, বরং এরা এটিকে একটি জাষ্টিফাই কাজ বলে মনে করে।

আলোচিত কয়েকজন সিরিয়াল কিলারঃ

১।লুইস আলফ্রেডো গারাভেটো(কলম্বিয়া)ঃ কলম্বিয়াই মনে হয় সেই অভাগা রাষ্ট যেখানে কিনা সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলারদের আশ্রেয় স্থল। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার এই গ্যারাভেটো। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ ৪০০ এর অধিক। ৪০০র সবাই পথ শিশু এবং হত্যার আগে রেপের শিকার। ভাবতে অবাক লাগে একজন খোড়া ব্যাক্তি কিভাবে একা এত গুলো শিশুকে হত্যাকরল অথচ কেউ টের পেলনা। বিচারে ১৮০০ বছরের জেল হলেও আইনের বাধ্য বাধকতার কারনে তাকে মাত্র তিরিশ বছরের জেল দেওয়া হয়েছে। এবং আরো মজার ব্যাপার জেলে তার ব্যাবহার ভাল হবার কারনে এর পুরো সময়ও তাকে জেলে থাকতে হবেনা। সেখুব তাড়াতাড়ি বের হয়ে আসবে। ২০০৬ সালে এক ইন্টারভিউয়ে সে নিজেকে রাজনিতি এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করার ইচ্ছার কথা বলেছেন।(হাস্যকর একজনের মুখে যে কিন ৪০০ শিশু কে হত্যা এবং রেপ করেছে)



২।প্যাড্রো আলেঞ্জো লোপেজ(কলম্বিয়া)ঃ কলম্বিয়ার আরেক সিরিয়াল কিলার।৩০০ শিশুকে হত্যা এবং রেপের জন্য পরিচিত। তবে এর ভিক্টিমরা সবাই কন্যা শিশু যাদের বয়স ৮ থেকে ১২। এত ভয়াবহ কিলার কলম্বিয়ায় মাত্র আঠের বছর জেল খেটে রিলিজ পেয়ে গেছে। হয়ত এত অল্প শাস্তির জন্যই কলম্বিয়ার সিরিয়াল কিলারদের সংখ্যা এত বেশি।



৩।গ্রে রিডওয়ে(ইউ এস এ)ঃ ৭০+ নারী হত্যা করার জন্য দায়ি। সম্ভবত আমেরিকার সবচেয়ে ভয়াবহ সিরিয়াল কিলার।



৪।সার‍্যায় টাক(রাশিয়া)ঃ একসময়কার ইউক্রেনের পুলিশ ইনভেষ্টিগেটর। নেক্রোফেবিক(যারা মৃত ব্যাক্তির প্রতি যৌনাকার্শিত)। ভিক্টিমের সংখ্যা ১০০র অধিক কিন্তু ৩৬ জনের প্রমান পাওয়া গেছে। সকলেই নারী। এবং হত্যার পরে মৃতদেহের সাথে যৌন সংগম করত বলে প্রমান পাওয়া গেছে। যাবজ্জিবন কারাদন্দ দেওয়া হয়েছে। কিন্তু সে মৃত্যু দন্ডের জন্য বিচারকের কাছে প্রার্থনা করেছিল।





৫।হ্যারোল্ড সিপ ম্যান(ইউ কে)ঃ যে ডাক্তার এর জীবন বাচানোর কথা সেই ডাক্তার যদি হত্যাকারী হয়ে থাকে তাহলে এরচেয়ে ভয়াবহ ঘটনা আর হতে পারেনা। ইংলেন্ডের এই ডাক্তার খুব সম্ভব সবচেয়ে আরামে ২৫০ মানুষকে হত্যা করতে পেরেছে। কেননা রুগীরা সরল বিশ্বাসে ডাক্তারে কাছ থেকে সিরিঞ্জ নিয়েছে আরে সেই সিরিঞ্জ দিয়ে ডাঃহ্যারোল্ড প্রবেশ করিয়েছে বিশাক্ত ডায়ামরফিন। ধিরের ধিরে দুর্বল শরীরে মৃত্যুর কোলে ঢলে পরেছে তার রুগীরা। ধরা পরার চার বছরের মাথায় জেলে আত্বহত্যা করে এই D: ডেথ।





(আজ এপর্যন্ত লিখতে খুব আলসেমি লাগছে। লেখা ভাল লাগলে আশা করি গা শিউরে ওঠার মত ডিটেলস কিছু রিয়েল লাইফ ইন্সিডেন্টের কাহিনি লিখব, ভাল থাকবেন)

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২১

ভাঙ্গা হৃদয় বলেছেন: ভাল লাগলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

ইশতে আশিক বলেছেন: আশাকরি সামনের লেখা গুলোতেও সাথে থাকবেন।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৩

wrongbaaz বলেছেন: ভালো লাগলো... পরবর্তী পর্বের আপেক্ষায় থাকলাম...

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

ইশতে আশিক বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৩

প্রবাস কন্ঠ বলেছেন: এদেরকে উন্মুক্ত ব্রাশফায়ার করে মারা হোক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৮

ইশতে আশিক বলেছেন: কিন্তু মজার ব্যাপার হচ্ছে এদের অধিকাংশই খুব আল্প সময় জেল খেটে বেরিয়ে আসে। অনেক ক্ষেত্রে এদের মানসিক রোগী হিসেবে বিবেচনা করার জন্য জেলে রাখা সম্ভব হয়না।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৫

আতিকুল০৭৮৪ বলেছেন: continue pls

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

ইশতে আশিক বলেছেন: আশা আছে ডিটেইলস নিয়ে লেখার। সময় পেলে নিশ্চই লিখব।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১০

দ্যা ডার্ক নাইট বলেছেন: +++++.
সিরিয়াল কিলার নিয়ে আমার ও আগ্রহ অসিম। পোস্ট দেয়ার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ !! B-) B-)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২০

ইশতে আশিক বলেছেন: ওদের সাইকোলজি এতোটা ভিন্ন যে তা স্বাধারন মানুষের বিশ্বয়ের কারন সৃষ্টি করে সেই কারনে এক সময় আমিও এদের নিয়ে অনেক লেখা পড়েছি।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

অপরাজেয়আমি বলেছেন: জানার শেষ নাই...

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩

ইশতে আশিক বলেছেন: জানার শেষ নেই তবে এই জানার আগ্রহ যেন শুধু জানার জন্যই হয়ে থাকে। কেউ জানি অনুপ্রানিত না হয়। টিভির জনপ্রিয় টিভি সিরিয়াল ডেক্সটার যা কিনা সিরিয়াল কিলার দের নিয়ে করা তা দেখে এক সিরিয়াল কিলার রিয়েল লাইফে অনুপ্রানিত হয়েছিল।

৭| ০৯ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৫৩

জাহিদ ২০১০ বলেছেন: ওরে কোথায় মোদের বাংলার ফুলিশ ধরো তাদের

৮| ২৩ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:০৫

ফেনম বলেছেন: পোষ্ট টা অনেক কাজে দিবে আমার , সিরিয়াল কিলিং নিয়ে লিখছি একটা লেখা ,অনেক ধন্যবাদ আপনাকে

৯| ২৩ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:৫৬

জাল মুড়ি্‌ বলেছেন: B:-) B:-) B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.