Sep 7, 2023 · সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তনিতে এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সর্বপল্লী বীরস্বামী। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার জন্য ছেলেবেলায় তিনি তেমন কোন ...
সর্বপল্লী রাধাকৃষ্ণণ ( তেলুগু: సర్వేపల్లి రాధాకృష్ణ; তামিল: சர்வேபள்ளி ராதாகிருஷ்ணன் ; ৫ সেপ্টেম্বর, ১৮৮৮– ১৭ এপ্রিল, ১৯৭৫) ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি।
Aug 21, 2024 · ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর, সর্বপল্লী রাধাকৃষ্ণাণ ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ১৯৪৯ থেকে ১৯৫২ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। তিনি ভারতের গণপরিষদেরও সদস্য ছিলেন।
People also ask
সর্বপল্লী রাধাকৃষ্ণন এর গুরুত্ব?
রাধাকৃষ্ণের পুরো নাম কি?
সর্বপল্লী রাধাকৃষ্ণনের মায়ের নাম কি?
Aug 30, 2024 · সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল তিরুতানি গ্রামের স্কুল থেকেই। উচ্চ শিক্ষার জন্য তার পিতা তিরুপতি লুথারাম মিশন স্কুলে ভর্তি করান। তারপর তিন ভেলুরের কলেজ থেকে শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি মাদ্রাজ ...
People also search for